আপনি মারা গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর কী হবে?
আপনি কখনও ভেবেছেন আপনার মৃত্যুর পর আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এর কি হবে? অবশ্য আমরা মৃত্যু নিয়ে খুব একটা ভাবতে চাই না, অস্বস্তি লাগে। যাইহোক আমরা না ভাবলেও ফেসবুক কিন্তু ভেবেছে এবং আপনার সিদ্ধান্ত জানানোর অপশন রেখে দিয়েছে।
চলুন দেখা যাক কিভাবে এটি কাজ করে:
১. প্রথমে ফেসবুক এর সেটিংস এ যান
২. তারপর জেনারেল অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে Memorialization সেটিংস এ গিয়ে Edit এ ক্লিক করুন, তারপর Your Legacy Contact নামে একটি অপশন পাবেন।
৩. আপনার মৃত্যুর পর আপনার একাউন্ট দেখাশোনা করার জন্য একজন ফেসবুক ফ্রেন্ড কে মনোনীত করতে পারেন যিনি আপনার হয়ে নিচের কাজ গুলো করতে পারবে:
১. আপনার প্রোফাইলে আপনার স্মরণে করা পোস্ট গুলো ম্যানেজ করবে যেমন কে পোস্ট করতে পারবে, কে পোস্ট দেখতে পারবে, পোস্ট ডিলিট ও ট্যাগ রিমুভ করতে পারবে
২. আপনার একাউন্ট রিমুভ করার অনুরোধ করতে পারবে
৩. নতুন ফ্রেন্ড রিকুয়েস্ট এর রেসপন্স করতে পারবে
৪. আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপডেট করতে পারবে
আপনার মনোনীত এই বন্ধুটি শুধুমাত্র আপনি মারা গেলেই উপরের বিষয় গুলো ব্যাবস্থাপনা করার সুযোগ পাবে। সে কখনই আপনার মেসেজ দেখতে পাবে না এবং আপনার নামে পোস্ট করতে পারবে না।
আপনি বন্ধু সিলেক্ট করার পর ফেসবুক তাকে একবার জানিয়ে দিবে যে আপনি তাকে এই কাজের জন্য মনোনীত করেছেন। আপনার মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর জানানো হবে না।
অবশ্য আপনি যদি চান আপনার মৃত্যুর পর ফেসবুক একাউন্ট না থাকুক, তাহলে আপনি অন্য একজন কে মনোনীত করার পরিবর্তে এখনই অনুরোধ করতে পারেন আপনার অ্যাকাউন্টটি স্থায়ী ডিলিট করার জন্য, ফেসবুক সেই ব্যাবস্থা ও রেখেছে।
তাই আমার মনে হয় যতই অস্বস্তি লাগুক এই বিষয় টা নিয়ে আমাদের ভাবা উচিত কারণ মৃত্যু তো আসবেই!
চলুন দেখা যাক কিভাবে এটি কাজ করে:
১. প্রথমে ফেসবুক এর সেটিংস এ যান
২. তারপর জেনারেল অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে Memorialization সেটিংস এ গিয়ে Edit এ ক্লিক করুন, তারপর Your Legacy Contact নামে একটি অপশন পাবেন।
৩. আপনার মৃত্যুর পর আপনার একাউন্ট দেখাশোনা করার জন্য একজন ফেসবুক ফ্রেন্ড কে মনোনীত করতে পারেন যিনি আপনার হয়ে নিচের কাজ গুলো করতে পারবে:
১. আপনার প্রোফাইলে আপনার স্মরণে করা পোস্ট গুলো ম্যানেজ করবে যেমন কে পোস্ট করতে পারবে, কে পোস্ট দেখতে পারবে, পোস্ট ডিলিট ও ট্যাগ রিমুভ করতে পারবে
২. আপনার একাউন্ট রিমুভ করার অনুরোধ করতে পারবে
৩. নতুন ফ্রেন্ড রিকুয়েস্ট এর রেসপন্স করতে পারবে
৪. আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপডেট করতে পারবে
আপনার মনোনীত এই বন্ধুটি শুধুমাত্র আপনি মারা গেলেই উপরের বিষয় গুলো ব্যাবস্থাপনা করার সুযোগ পাবে। সে কখনই আপনার মেসেজ দেখতে পাবে না এবং আপনার নামে পোস্ট করতে পারবে না।
আপনি বন্ধু সিলেক্ট করার পর ফেসবুক তাকে একবার জানিয়ে দিবে যে আপনি তাকে এই কাজের জন্য মনোনীত করেছেন। আপনার মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর জানানো হবে না।
অবশ্য আপনি যদি চান আপনার মৃত্যুর পর ফেসবুক একাউন্ট না থাকুক, তাহলে আপনি অন্য একজন কে মনোনীত করার পরিবর্তে এখনই অনুরোধ করতে পারেন আপনার অ্যাকাউন্টটি স্থায়ী ডিলিট করার জন্য, ফেসবুক সেই ব্যাবস্থা ও রেখেছে।
তাই আমার মনে হয় যতই অস্বস্তি লাগুক এই বিষয় টা নিয়ে আমাদের ভাবা উচিত কারণ মৃত্যু তো আসবেই!
তথ্য সূত্র : ফেইসবুক
ছবি : বিজনেস ইনসাইডার
No comments: