Who Am I
আমার সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে আমি পেশায় একজন supply chain প্রোফেসনাল । আমার লেখলেখি করতে ভাল লাগে । আমি সাধারণত নতুন বিজনেস উদ্যোগ, নতুন টেকনোলজি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, পারসোনাল ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে লিখতে পছন্দ করি । আমি একজন সাধারণ মানুষ, আমার চিন্তা ভাবনা ও উদ্যোগ দিয়ে সমাজে ভাল পরিবর্তন আনাই আমার উদ্দেশ্য ।
No comments: